কাব্যানুশীলনে জয়ন্ত দত্ত

ওভারকোট
পাহাড় বেয়ে নামছে শীত
বহু বছরের পুরনো সেই শীতে ফেঁটে যাচ্ছে ঠোঁট
ভেসলিনের কৌটোটাও ফেলে এসেছি ঘরে
এখন আমি কি করি!
কে আমার ঠোঁটে ঠোঁট রেখে বলবে
ভেসলিন নয়,আমাকে লাগাও
এই পাতাঝরা শীতে জমে যাচ্ছি খুব
পৃথিবীর সমস্ত উষ্ণতা বুকে নিয়ে
ঘুমিয়ে রয়েছো তুমি নীল পাহাড়ের দেশে
ওভারকোটের পকেটে শীতল অপেক্ষা পুরে
তাকিয়ে আছে চোখ
কেঁপে কেঁপে ওঠে শরীর
কে আমার চোখে চোখ রেখে বলবে
ওভার কোট নয়,আমাকে পরো
আমাকেই জড়িয়ে নাও
জড়িয়ে রাখো সর্বাঙ্গে।