T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় জয়ীতা চক্রবর্তী আচার্য

ক্ষয়িষ্ণু জীবন
ঘোলাটে চোখের উষ্ণ দিনগুলি ঢেউ তুলে
বৈকালিক রৌদ্রছায়ায়!
পালটে দিতে থাকে দৃশ্যপট,
উঁচু নিচু নিরুত্তর।
অনাবৃত বেআব্রু নিঃশ্বাস
বিজ্ঞাপিত চিবুকের দাগ,শর্তহীন
ঠোঁটের বিশ্বাস..
চারিদিকে শব্দচিত্র ধ্বনিময় সংলাপ।
প্রহরে প্রহরে
শিখায় পুড়িয়েছ সবটুকু…
নষ্ট করে দেয় সব অভ্যাস
সিঁড়ির ধারে..
সকালটা দেখি দুপুরটা দেখি
সব হারগুলো লিখে রাখি।