উত্তর সমুদ্র থেকে কলস্বর বুকে করে আমি ফিরে এসেছি বসন্ত প্রবাসে,
তুমি আজকাল বড়ো বেশি উদাসীন ধূ ধূ নির্লিপ্তের হাতে,
বাহু থেকে শীতের উত্তাপ নিয়ে
উড়ে যায় দূরে স্বপ্নের গাঙচিল!
আমার বুক তোমার বুকের কাছে ঋণী হয় আজকাল ইদানিং,
তোমার উদাসীন ছায়ায় আমার প্রবাস শেষ হয়,
হু হু রুক্ষ দৃশ্যহীন প্রান্তরে দৃশ্যবলী জাগে
মধুর বিচ্ছেদে আমারও কষ্ট হয়।
করোটির ভেতর স্বপ্নময় তারাপুঞ্জ ছিন্ন ভিন্ন হয়ে যায়,
স্বর্গের উদ্যেশ্যে ওরে সহস্র রুমাল
নামহীন চিতাকাঠ দাউদাউ করে পুড়ে যায়।
ধরো তখন আমি নক্ষত্রের অতি প্রতিবেশী
আমার পাশে বসে সময় কাটানো থেকে তুমি বঞ্চিত হও,
প্রবাদ মাখানো অশ্রু ঝরে পড়ে
তখন রুগীর শ্বাসকষ্ট তোমায় প্রতি মুহূর্তে ভোগায়,
তখন আমি জ্যোৎস্নাময় রাত
তুমি একা বিহ্বল কণ্টকময়
আমি বিস্মৃতি আমি শব্দময়ী
দিগভ্রান্ত পথিক আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে তোমায়!
প্রণয় পিপাসা তখন দীর্ঘস্থায়ী আঁধী ঝড়
নারীর ভেতরে জেগে উঠবে নারী
শূন্যতায় সহাস্য সুন্দরী,
ক্রুর দৃষ্টির পাহারায় তুমি
নিষেধের সদা উদ্যত তর্জনী।।