কবিতায় জয়িতা চট্টোপাধ্যায়

উড়ে যাবো
তুচ্ছ এই সংসার খাঁচা থেকে উড়ে যাব
যেখান থেকে আর ফিরে আসা যায় না
আকাশ ও যেখখনে ছোটো
তোমাকে রেখে যাব সহজ বৃষ্টির মধ্যে
মেঘের প্রতীক হয়ে উড়ে যাব
বৃষ্টির ছোঁয়াচে রেখে যাব আমার নামমাত্র ছায়া
রেখে যাব প্রেম , গভীর প্রণয়
উড়ে যেতে যেতে মেলাবে অধিক কিছু
পড়ে থাকবে মায়া, তোমার জন্য রেখে যাব জলের তৃষ্ণা, রেখে যাব গাঢ় ঘুম, রোগের গ্লানি থাক আমার ডানায়, থেকে যাক গায়ে দাহ, থাক শরীরে চরম জ্বরের ধুম।।