T3 || অবিস্মরণীয় নজরুল || বিশেষ সংখ্যায় জয়ন্ত চট্টোপাধ্যায়
by
·
Published
· Updated
নজরুল কবিকে
কথার কবি সুরের কবি গানের কবি নজরুল
আগুন জ্বালাও এবং নেভাও গানের পাখি বুলবুল।
অগ্নিবীণা বিষের বাঁশি বাজিয়ে ছিলে অকাতরে
বন্দি যত বাঙালিদের ঘুম ভাঙালে চাবুক ধরে।
উৎপীড়িতের কান্না তোমার বুকে ভীষণ শূলের মতো
ধ্বংস সুখে মেতে ওঠো লুকিয়ে বুকের গভীর ক্ষত।
কালো মেয়ের পায়ের নীচে আলো নাচে তাও দেখেছো।
শ্মশানেতে জাগলে শ্যামা তুমি যে তার ধ্যান করেছো।
যে হাতে নাও কলম-কৃপাণ সেই হাতে নাও বাঁশের বাঁশি
তোমার গানের কথায় সুরে বারেবারেই ফিরে আসি।
শাসকের চোখে ধূমকেতু তুমি গরিবের চির
দরদি হও
সাম্যের কথা দৃঢ়ভাবে বলো কারও ভয়েই কাতর নও।
কেমন করে বাজাও কবি মধুর সুরে বীণা খানি
মনের মাঝে তুফান তোলে তোমার লেখা তোমার বাণী।
প্রেয়সী এবং প্রেমিক তোমার গানের কাছে দুহাত পাতে
সৃষ্টি তোমার গোলাপ যূথী সুবাস পেয়ে হৃদয় মাতে।
কাদের কবি কাদের কবি সবাই বলে আমাদেরই
সব শ্রেণিতে ভেদ ঘোচানোর প্রয়াস দেখি নজরুলেরই।