T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ জয়ন্ত চট্টোপাধ্যায়

ভ্যালেন্টাইন-দিন
একদিন সেন্ট ভ্যালেন্টাইনের নামে কারও জন্ম হয়।
ফুল ফোটে।প্রেম নামে এক পাগলও হয়তো জাগে।
কিরওয়ানির সুরে গেয়ে ওঠে বেহিসেবী পাখিরা।
ওরা জানে না চোখের দেখার সঙ্গে মনের দেখার
কতটা অমিল।
যিনি অপরাজেয় হাসিতে গিলোটিনের ভারী ফলায়
প্রেমের কবিতায় রক্তগোলাপ ফোটাতে পারেন
তাঁর মতো কবি আর কে?
জেগে থাকুন সেন্ট ভ্যালেন্টাইন বছরভর,
অপ্রেম সরিয়ে হিংসাহীন পৃথিবীতে।