মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতার নং – ১৩৬
বিষয় – অব্যক্ত বেদনা
একাকিত্বের যন্ত্রণা
একাকিত্বের জমাট আঁধারে
ডুব দিয়েছে জীবন,
অবসন্নতা আর বিষন্নতায়
ভরে থাকে মন।
শত শত কথা বন্ধ মুখে
মাথা ঠুকে মরে,
চোখের ভেতর মস্ত সাগরটা
অবশেষে মরুভূমির মরীচিকা।
কান দিয়ে ঢুকে যাচ্ছে
সমালোচনার তীব্র ঝাঁজ,
ধীরে ধীরে বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড
টেনে নিচ্ছে নাক।
দায়িত্ব আর কর্তব্যের জালে
পেঁচিয়ে পড়েছে অনুভূতি,
শুধুমাত্র বেঁচে আছে
শরীর নামক জীবন্ত এক লাশ।