মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ১২৯
বিষয় – সাম্য

এক মন এক প্রাণ

ধরণীর বুকে সবার একটাই হোক পরিচয়
আমরা সবাই মানুষ,
জাতি-ধর্ম-বর্ণ এসব কিছুই নয়।
ভালোবাসায় ভরা থাক সবার প্রাণ
মানুষ মানুষকে করবে সম্মান,
লোভ হিংসা দলাদলি জটিলতা দিওনা মনে স্থান।
ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে
সকলে মিলে আজ এক মন এক প্রাণ।
আকাশের ন্যায় বিশালতা পাক মনের ব্যাপ্তি
তবেই আসবে সম্পূর্ণ শান্তি।
চলার পথে থাকবে নানান বাধা
সাহসিকতায় এগিয়ে গিয়ে জয় করবো বাক বিতন্ডা।
দুটি হাত বাড়িয়ে দেবো ভরসা দেবার আশায়
জীবনটাই উৎসর্গ করবো দুঃখী জনের সেবায়।
সকল কাজে বজায় রাখবো মান আর হুশ
সবার কাছে যেন হতে পারি সত্যিকারের মানুষ।

Spread the love

You may also like...

error: Content is protected !!