T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় জবা ভট্টাচার্য

বাংলা আমার অন্তরে
কোল পাতো – কোলে স্থান দাও
স্বরবর্ণ ব্যাঞ্জনবর্ণের ধারাপাত –
ফিরে এসো মগ্নচৈতন্যের কাছে
হে বাংলাভাষা আমার।
সন্তানের রক্তে ভেজা অনেকটা পথ হেঁটে
বহু রাতের অন্ধকার শ্মশান পার করে
হে আমার বাণীর প্রতিমা
এবার তুমি আলোলিকা হয়ে উদ্ভাসিতা হও
সমগ্র জাতির হৃদয় আখর জুড়ে।
দাঁড়িয়েছি করজোড়ে
আঁচল পেতে তোমার দুয়ারে
ভুল ভালোবাসা, ভুল পরবশ মুছে ফেলে
এসো কোল দাও,
তোমার সবুজ অন্ধকার
ভালোবাসতে শেখাও।