মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ১১৮
বিষয় – সংকল্প
শপথ
এসো না হয় দুজনায়
হাতের উপর হাত রাখি,
প্রমিস ডে তে করি শপথ
বসি মুখোমুখি।
আছে যত দুঃখ যন্ত্রণা লাঞ্ছনা
আর অযাচিত অপমান,
এক নিমেষে উড়িয়ে দেবো
রাখবো না কোন অভিমান।
থাকবো ভালো ——রাখবো ভালো
দুজন দুজনার করবো খেয়াল,
আনন্দ আর মজা করে
মুখের হাসি রাখবো বহাল।
সুখেই জীবন কাটবে মোদের
বাকি আছে যে কটা দিন,
ভালোবেসে দুজনাতে হবো
চিরসবুজ ——-চির রঙ্গিন।