Step – 1 : একদিন যেতে হবে.. ভবপার-রে…(1)
ও মন আমার……..(1)
কেন মাতিস হিংসায়…….(1)
রে মন আমার…..(1)
কেন মাতিস হিংসায়…..(1)
একদিন যেতে হবে
ভবপার- রে ……..(1)
ও মন আমার…………(1)
কেন মাতিস হিংসায়…(1)
রে মন আমার…………..(1)
কেন মাতিস হিংসায়……(1)
*সুর………
Step – 2 : সাড়ে তিন হাতের এই দেহখানি চলে যাবে একদিনই…………..(1)
যাবে নাতো সঙ্গে তোমার কোন আপনজনই…………(1)
টাকা-পয়সা-যৌবন তো যাবে না তো সেই দিনতো………(2)
তোর দেহ হবে পুড়ে ছাই,
রে মন আমার………(1)
কেন মাতিস হিংসায়………(1)
*সুর…….
Step – 3 : সারাজীবন টাকা-টাকা, করে তুই কী পেলিই…….(1)
সেই তোকে ছাড়তে হল এই মায়ার সংসারই…..(1)
ভজলী নাতো
কোনোদিন…ভগবানের নামখানি…..(2)
এখন যে সময় আর নাই……..(1)
রে মন আমার,
কেন মাতিস হিংসায়………..(1)
রে মন আমার,
কেন মাতিস হিংসায় ……..(1)
*সুর…….
Step – 4: অহংকার করে করে……(1)
করেছিলে মানুষকে দূরে …….(1)
আজ সব পুড়ে ছাই,
হলো ঐ অনলে……..(1)
কী পেলি এই সংসারে?………(2)
সবই রেখে যেতে হলো বহুদূরে……..(2)
কেবল থাকলো সাড়ে তিন হাতের ঘর………(1)
রে মন আমার,
কেন মাতিস হিংসায়……….(1)
*সুর….
Step – 5 : একদিন যেতে হবে ভবপার-রে…(1)
ও মন আমার,
কেন মাতিস হিংসায়……..(1)
রে মন আমার,
কেন মাতিস হিংসায়………(1)