মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ৯১
বিষয় – তিরোধান
মৃত্যু তুমি নিয়তির খেলা
মৃত্যু, সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার সমাপ্তি রেখা তুমি
একদিন সবাই এই রেখা স্পর্শ করবে কালের নিয়মে।
তবুও ভয় হয়, শিউরে উঠি
যখন মৃত্যু সম্মুখে এসে দাঁড়ায়।
সারাটা জীবন যে মানুষটার লাঞ্ছনা,
ঘৃণা আর অসম্মানে কাটে,
মৃত্যুর পরে ভালোবাসা –সম্মান
সব বেশী বেশী করে ফিরে পায়।
মিথ্যের এই ভালোবাসা –সম্মান
চোখের জল, নাটকীয় স্মরণ সভা
সমস্তটাই সত্যিতে রূপান্তরিত হয়।
তবুও মৃত্যু আসে সবার দুয়ারে
স্তব্ধ হয় জীবন।
মৃত্যু তুমি দুর্নিবার
মৃত্যু তুমি চিরন্তন
তুমি ধ্রুব সত্য।