T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় জয়িতা ভট্টাচার্য

সংক্রান্তি শেষে…
চলে যাবো একেবারে
অন্ধকার বনাঞ্চলে,
তবু কিছু রক্ত চিহ্ন
রেখে যাব আমি,
শিশির সকাল আমি দেখতে চাই না
আর,দেখব না আর হলুদ রঙা আকাশ।
অন্ধকারে জানলাবিহীন ঘরে
জ্বালবো না আর আলোর বাতি। হারিয়ে যাবে চোখের জলে দিন পোয়াতি মেঘ।
আমার বন্ধ দুয়ার খুলে,
উড়বে কড়িকাঠে
আমার চৈত্র দিনের অন্ধ মনের পাখি।
মরে যাবে ঘাড় গুঁজে
পড়ে থেকে থেকে।
কালচে রক্ত গড়িয়ে যাবে নয়ানজুলির বাঁকে।
সার বেঁধে বেঁধে,যারা পোকা হয়ে বাঁচে,
অভাবে,নিরবে মরে যায় প্রতিদিনে।
বর্ষশেষে জাগবে কি অবশেষে?