কাব্যানুশীলনে জয়িতা ভট্টাচার্য

আয়না দ্যাখো
প্রতারণা করে করে রক্তে এখন প্রকাণ্ড অবিশ্বাস।
তোমার সাজানো ঘরে উই।
মৃত মন।মৃত শরীর
আগুন পোড়া।
কত প্রজাপতি পিষে মেরেছো তাদের শ্বাস এড়াবে কেমন করে!
আসন্ন ধ্বংসের আগে দ্যাখো
আয়না।
দ্যাখো অশ্রুবিন্দু দিচ্ছে পরোয়ানা।
তোমার প্রেমিকা আর তোমার গৃহিনী
পাশাপাশি বসে চাঁদের মাটিতে আজ।
একদিন পৃথিবী প্রাচীন ইতিহাস হবে।