মার্গে অনন্য সম্মান জয়ন্তী ভারতী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১৩০
বিষয় – অভিসার
ভালোবেসে
দীর্ঘ প্রতিক্ষার পর তোমাকে ফিরে পেলাম
আমার বুকের মাঝে।
আমার আলিঙ্গনের আহ্বান তুমি
উপেক্ষা করতে পারোনি।
প্রথমে ঝগড়া, পরে অভিমানে গাল ফুলিয়ে
ঘরের কোণে চুপ করে বসে থাকা,
তাতে খানিক অশ্রু বিসর্জনও হয়।
আর তারপর আমার ভালোবাসার টানে
সোজা বুকের মাঝে।
আমার বুকেই তোমার বিশ্বাস, ভরসা, নিরাপত্তা
আর ভালোবাসা বিরাজমান।
বাড়ে বাড়ে তুমি অভিমানী হয়ে ওঠো,
সম্পর্কের টানাপোড়েন চলে,
শুধু ভালোবাসার মন্ত্রেই তোমার মান ভাঙ্গে।
এভাবেই ভালোবেসে বুকের মাঝে
জড়িয়ে রাখবো তোমায়—————
আজীবন—– আমরণ।