|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় ঝিলম অধিকারী

পুজোর কষ্ট
সব প্যান্ডেল হাতের কাজ
আকাশ থেকে পড়ে নি,
লোকাল প্যান্ডেল না দেখিয়ে
আমাকে দূরে নিয়ে যাবার মানে কি!!!
চাই না এতো দূরে যেতে
চাই না বাড়িতে থাকতে
একটু আশপাশে চলো ঘুরি
নটার আগে বাড়ি ফিরি
পা ব্যথা করে লাভ কি বুঝিনা আমি,
ভালো ভালো জামা পরি, লাইট দেখি, স্টল দেখি
প্যান্ডেলগুলো দূর থেকে দেখি আর ফিরে আসি
কিন্তু এরা শোনেনা,
দূরে দূরে হেঁটে হেঁটে না গেলে এদের মন ভরে না
ছোট বাজেট এর প্যান্ডেলগুলো এদের জন্য কিছুই না
পুজোয় পুজোয় পা ব্যথা
সারাদিন রোদে হাঁটা
দেখতে শুধু কোনো ভিড়ের হল্লা
বা কোনো মন্ত্রীর লাল ফিতে কাটা
একটু ফালুদা, একটু ফুচকা খেলাম বুঝি?
পুজোয় পা ভেঙে লাভটা কি?
ঘর থেকেই যদি না বেরোতে পারি
তো ঘুরবো কি?
পুজোয় যদি চকচকে হিল না পরি
বড় বড় দুল না পরি
পুজোর সাজের মানে কি!!
এতো রেগে আছি আমি কারণ এডজাস্ট করতে পারি না
পুজো হলো খুশির দিন, ঘোরার দিন, কথা বলার দিন,
ভেবেচিন্তে প্ল্যান করো, জোর কোরো না
পুজো বছরে একবার আসে, কাউকে কষ্ট দিও না
যারা চায় যেতে দূরে, তাদের সাথে দূর দূর ঘোরো গিয়ে
কিন্তু যারা চায় যেতে কাছে, তাদের সাথেও ঘোরো মাঝেমাঝে
কখনো ঘোরো বন্ধুর সাথে, কখনো বা মা-বাবার সাথে
কখনো হেঁটে, কখনো গাড়ি করে
পুজো দেখো নিজের মতোই
সবার সাথে মিলেমিশে
সবার একটু সুবিধা বুঝে
খারাপ সবার লাগতে পারে
কষ্ট দিও না কাউকে এভাবে!!!