কবিতায় পদ্মা-যমুনা তে ইকাবুল সেখ

জাতির স্পর্ধা
তোমার স্পর্ধায় কম্পিত হয়েছে
দৌরাত্ম্যের শাসন।
বাঙালির ঘুমন্ত হৃদয়ে
জাগরন সৃষ্টি করেছে তোমার অগ্নিবাণী।
শয়তানের অপশাসন সহ্য নয়,
চোখ রাঙিয়ে তাকাতে হয়।
স্বাধীনতা ভিক্ষার জিনিস নয়,
রক্তের স্বাদ রক্ত তেই মেটাতে হয়।
জাতির বীর বাহাদুর তুমি,
জাতির নেতা…নেতাজি সুভাষ তুমি।