কবিতায় পদ্মা-যমুনা তে ইব্রাহিম সিকদার

অসময়
শুকনো গাছে জল
কেন এমন ছল?
উদাস ছিলি কেন বল?
রুদ্ধ করলি চলাচল
এলি কেন শুকনো গাছে
ঢালতে এমন জল!
মুখ খলখল
কেশ পবনে দুলিয়ে
গতরে স্নিগ্ধ বিমল
এলি যখন সন্ধ্যা ঢলঢল
হিয়া মোর শুকনো নদী
বক্ষে আটকে আছে
একটা বালুচর
মধ্য রজনী চন্দ্র আলো
বালুর বুকে গড়ে
মিথ্যা খেলাঘর৷
এলি কেন শুকনো বুকে
ঢালতে এমন জল!
স্বপ্ন নিয়ে পথে রথে
ছিলাম চেয়ে টলমল
মৃত্তিকায় বসে ছিলাম
পূর্ণ হতে শূণ্য হাতে
দিনের আলো অন্ত ঘাতে
রাত পোহালো অপেক্ষাতে!
তখন কোথায় ছিলি বল?
কেন করলি এমন ছল?
অসময়ে এলি কেন
শুকনো গাছে
ঢালতে এমন জল!