।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় ইন্দ্রাণী সমাদ্দার

ঘুম
প্রত্যেক রাতে তোমার অপেক্ষায় থাকি
অথচ তুমি আসোনা।
প্রতীক্ষায় প্রতীক্ষায় রাত কেটে যায়।
আজানের আওয়াজে জানলায় তাকিয়ে দেখি,
অন্ধকারের চাদর সরিয়ে দিনের আলো
উঁকি মারছে।
ক্লান্ত শরীর ক্লান্ত মন চায়
তুমি নেমে এসো, আমার দুচোখের পাতায়।
অথচ আজ চাই না তুমি এসো
অথচ সেই কখন থেকে
আমার দুচোখের পাতায়
এসে দাঁড়িয়ে আছো
মন বলছে জাগতে রহো
জাগতে রহো, জাগতে রহো।
অবাধ্য শরীর বলছে
ঘুমিয়ে পড়ো।