কবিতায় পদ্মা-যমুনা তে ইকাবুল সেখ

একদিন স্বর্গ পুড়ে যাবে
হিমালয় থেকে হুংকার ভেসে আসছে
মূহুর্তরা নিশ্চল কথাহীন,
গোটা পৃথিবীটা যেন থিয়েটার হল স্ক্রিপ্ট অনুযায়ী সবাই বোবার পাঠে অভিনয় করছে।
বাতাসে বাতাসে কথা ছড়িয়ে গেছে
দক্ষিণপাড়ার বৈভব বৈরাগীর খুন হয়েছে
বিকট গন্ধ
আড়চোখে দেখি—সবুজ আর কাঁচা মাংস পুড়ছে।
ধীরে ধীরে সব পোড়ানো হচ্ছে
মন্দির বিশ্রামাগার হাসপাতাল।
বাবা, আমি ও প্রেমিকার শরীর
শুধু যে বৈরাগী খুন হয়েছে সে বাদ।
আমাদের চুপ থাকা জুড়ে —
একদিন সব পুড়ে যাবে,পুড়ে যাবে স্বর্গও।