এক চিলতে রোদ একখানা ছেঁড়া চাদর
ঝিরঝির অসহ হিম বাতাস,
সেখানে আমি টিকে আছি !
বেঁচে আছি নামহীন এক টুকরো ভবঘুরে মেঘ হয়ে !
ভেবোনা তৃষ্ণা নেই, নেই শিরায় রক্ত প্রবাহ।
ভেবোনা মাটির পিদিম দেখিনি,
ভেবোনা রশ্মি’র প্রত্যাশা ছিলোনা।
ভেবোনা কষ্টের নাম বদলে দিতে চাইনি।
এসবে কেটেছে সকাল থেকে রাত,
রাত থেকে আবার সকাল,
কতো শত প্রতিযোগিতা, মিথ্যা সত্যির দোলাচল !
ক্লান্ত আমি আজ, ভীষণ ক্লান্ত,
একলা একা পথচলা, পথের সাথে হাজারটা পথ হারিয়ে যেতে দেখেছি, তবুও আমি একা,
আমার সাথী এখন সাদা পাতা আর
পাতায় লেখা কিছু অব্যক্ত কথা।
লুণ্ঠনের এই দুপুরে আমি প্রহর গুনি শীতল হওয়ার,
প্রহর গুনি চিরতরে ঘুমাবার !