এই চতুর মানবকুলে আমি বড় বেশি বেমানান
এসব কদর্য মস্তিষ্কের তলদেশে আমি খুবি নাবালক !
আমার সহজ সরল হৃদয়ে কখনো বসে না
আঁকাবাঁকা পথের মানচিত্র !
আমি তাই কখনো কারো হাস্যরসের অথবা
বিষাদের খুরাক হয়ে জলে স্থলে কখনো আবার
বাতাসে ভেসে বেড়াই !
রক্তে মিশে গেছে সত্য সরল যা প্রলোভন উচ্চ লালস কিংবা একগুচ্ছ কামনার হাতছানি পারেনা টলাতে ।
একদিন অথবা একেকদিন আমার সকল অপারগতার কথা মনে করে নিজেকে দিয়েছি তাচ্ছিল্যতার তকমা, পরক্ষণেই ভুলে গেছি সব প্রতিশোধ সব অভিযোগের কথা !
নিজের অজান্তে অনুসৃতিতে পেয়েছি ঈশ্বর কৃত শুভ্র সরলতা যা অনেক বার হারাতে চেয়েছি আত্ম প্রমাণের নিমিত্তে কিন্তু পারিনি, পারবো কি করে
আমার চেতনা শুধু বিশুদ্ধ বাতাসে বারবার ধুয়ে মুছে আরো শক্ত সোনার মানুষ হবার পথে হেঁটেছে।