কবিতায় ইব্রাহিম সিকদার

১। প্রয়োজন

প্রয়োজন যখন ফুরিয়ে যায়
রাখে না মনে তার নাম,
শত সমস্যায় পাশে থাকা
মানুষটার থাকেনা আর দাম !

২। নন্দিত

জঘন্য হয়েও
তুমি নন্দিত !
এটা নিছক ভয়
ভালবাসা নয় !

৩। স্বার্থ

যার বুকে মায়া নেই
তাঁর কি’বা আপন পর
স্বার্থ তাঁহার একচোখে
অন্য চোখে ভাঙ্গে ঘর !

 

 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।