একটা রাত সারাদিনের
ক্লান্তি মুছে দেয়।
সেই রাতেই আবার কেউ
উষ্ণতার চাদরে শরীর খুঁজে নেয়।
রাত কারো কাছে প্রিয়জনের
আলিঙ্গনের মাহেন্দ্রক্ষণ।
সেই রাতেই আবার শোনা যায়
কারোর গভীর দীর্ঘশ্বাস।
সারাদিনের কর্মব্যস্ততার মাঝে
দুঃখ, কষ্টগুলো মনের
গভীর গোপন ঘরে ঘুমিয়ে থাকে।
নিশুতিরাতে সেই দুঃখ, কষ্টগুলো
জলন্ত আগ্নেয়গিরির মতো জেগে ওঠে।
২| নতুন সকাল
রাতের কালো চাদর সরিয়ে
দিন একটা নতুন সকাল নিয়ে এল।
রাত কালো চাদর ব্যাগে পুরে
মুখে মাস্ক লাগিয়ে বাড়ির পথে।
দুই একটা পাখি গাছের ডালে বসে ঝিমোচ্ছে
দু-চার জন মানুষ হাই তুলতে তুলতে
কাজে বেরিয়েছেন, কেউ কেউ
কাজ থেকে ফিরছেন।
কেউ আবার মাথায় টুপি পরে
প্রাতঃভ্রমণ সারছেন।
টুপি দেখে মনে হল
শীত বাক্সপ্যাটরা নিয়ে
শহরে প্রায় এসেই পড়েছে।
সাইকেলের পিছনে চড়ে
গৃহস্থের ঘরে খবর আসছে।
হাতে থলি নিয়ে কেউ কেউ বাজারের পথে।