কবিতায় পদ্মা-যমুনা তে ইমরান খান রাজ (গুচ্ছ কবিতা)

১| কে তুমি আমার
আকাশের চাঁদ জানে
পূর্নিমা রাত জানে
কে তুমি আমার!
তবু কেন প্রশ্ন
করছো আবার?
নীলিমার নীল জানে
সাগরের ঢেউ জানে
কে তুমি আমার!
তবু কেন ভাবছো
নিশিতে আবার?
স্নিগ্ধ বাতাস জানে
পাখিদের দল জানে
কে তুমি আমার!
তবু কেন বলছো
রাত্রি আঁধার?
২| ইচ্ছে হলে
ইচ্ছে হলে আসিস ফিরে
থাকতে দিব বুকে,
আসুক যতই বাধা বিপদ
রাখবো তোকে সুখে৷
ইচ্ছে হলে হাতটি ধরিস
হাটবো পাশাপাশি,
বাসবো ভালো শুধুই তোকে
দিন-রাত বারোমাসি।
ইচ্ছে হলে রাখিস মাথা
আমার উঁচু কাধে,
একসাথে কাটাবো জীবন
হাত রেখে হাতে।