কবিতায় পদ্মা-যমুনা তে মোঃ ইমন মিজি

একান্ত আপন
জীবন মুখি জীবন সারা’ট দিন চলে কেমন,
সময়কে করে দিই পর, দিব্যি আপন হাতড়িয়ে সাগর।
সাঁতার কেটেছি আমি মায়া ও ছায়ার মাঝেই নীরবতার
আমার সাধক জীবন, সুদর্শন জলচক্রে রামধনু রং কবর
আমিও তো মানুষ’পৃথিবী মায়া জালে,
নিস্তব্ধতায় গান ও বাজনা, দেখেছি পড়ে আছে শব্দ মিলে!
জীবন মুখি জীবন আমারও পাতার মতো তুলে আওয়াজ,
লাইব্রেরি মনে, মনে আমিও দেখি করে চোখ সিঁড়ি সুক্ষকাজ।
একান্ত আপন দিন, আর দেখাই হলো না,
আদো জড়া ও সাঁকোর ওপর তুমি দেখতে কেমন।
পিঠে পিঠে চরা মাটিতে ভরা, জীবন উচ্চারণ পাড়া কুড়ি ঘর বাটি,
অন্য রকম মৃত্যু খুঁজি পৃথিবীর নীচেয় আছে মাটি।
একান্ত আপন, পথিক মন কবর,জীবন মুখি জীবন,
কান্নার পাহাড় তুলে,পৃথিবী এখন একান্ত আপন দেহ ঘর কাপন!
বিশ্বমানবতা ধারালো হোক বেশ আগামীকাল হবে লাশ
পৃথিবী আমার দেশ, পাহাড় পর্বত থাকবে একা হবে দেখা মৃতদেহ পাস।
রঙিন শ্যামলা জীবন সাদা-কালো ছবি মন
আদো মন একান্ত আপন, শরীর শিকড় গড়ে যৌবন
দুঃখ কিছু আমার আছে জীবন, গ্রাম রাস্তা পথ হৃদয় শপথ,
ভর দুপুর আমি বাউল, পরীর বন্ধু আকাশ মানুষ।
!!!!
শ্যামকুড়, মহেশপুর ঝিনাইদহ বাংলাদেশ।।