কবিতায় পদ্মা-যমুনা তে ইলিয়াছ হোসেন

একদিন চলে যাবো
একদিন চলে যাবো আমি-
মরণ এসে নিয়ে যাবে আমায় অন্ধকার কবরে,
সে দিন আর দেখতে পারবো না ঐ দূর আকাশের
রবি শশী তারকাপুঞ্জ
হাঁটতে পারবো না ভোরের শিশির ভেজা ঘাসে
উপভোগ করতে পারব না ভোরের সোনালি রোদ।
হাসনাহেনা রজনীগন্ধা সুরভি বিলাবে না আমায়,
দখিনের বাতায়নে বসে শুনতে পারবো না বৃষ্টির
মন মাতানো রিমঝিম ধ্বনি
খেতে পারবো না পৌষ পাবনের পিঠা পায়েস খেজুর রস
শুনতে পারবো না কোমলমতি শিশু কিশোরের হৈ হুল্লোড়,
ভুলে যাব জ্যোৎস্নার স্নিগ্ধ আলো।
আমায় বিমোহিত করবে না মাঝির ভাটিয়ালী গান
ঘুরতে পারবো না অরণ্য গিরি সৈকতের বালুকা বেলায়,
সব কিছ ছেড়ে একদিন চলে যাব আমি অন্ধকার কবরে।