সম্পাদকীয়

 

বাঙালীর বারো মাসে ,তেরো পার্বন । মেগা পার্বন পুজো যাওয়ার পর আরও পার্বনের সাথে হ্যালোইনের দিন । কুমড়োর জয় জয়কার চলছে গত কিছু বছর জুড়ে , ফেসবুকে অশরিরীদের ছড়াছড়ি । মোটকথা হল উৎসবের মাতনে নিজস্বতা না হারানো । সকলে সব উৎসবে সামিল হতেই পারেন তবে নিজস্বতা না থাকলে সবটাই কেমন চার্লির ছবির সেই ভেড়াদের দশা হয়ে যায় যে ।

শুভ বিজয়া সকলকে ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।