সম্পাদকীয়

বইমেলা এসেই গেল । কোভিড, আম্ফানের ভয়াবহ সময় পেড়িয়ে আবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা । কত বই নষ্ট হয়েছিল সেই প্রলয়ঙ্কর ঝড়ে, ভাবলেই শিউরে উঠতে হয় । ছাব্বিশ বছর আগে এক বিধ্বংসী আগুনে পুড়েছিল বইমেলা আবার ঝড়ে, জলে নষ্ট হল ২০২০ সালে । এতবড় বইয়ের মেলার দেখা আর কোথাও মেলে না । যদিও সকলেই কবি নন, কেউ কেউ কবি, তবু এমন অক্ষরপ্রেমে কলকাতা আর তার আশেপাশের এলাকাগুলোতে ছাড়া কোথাও দেখা যায় না । গ্রাম, মফস্বল থেকে মানুষ বইমেলায় আসেন শুধু নতুন বইয়ের গন্ধটুকু নিতে । প্রযুক্তি আসবে, যাবে, বইমেলায় খাবারের দোকানে ভিড় বেশি হবে, তবু অক্ষরযাপনে যাদের স্বপনদোলা ধাবমান, তাঁরাও থাকবেন । তাদের সংখ্যা কমলেও এটা মনে রাখতে হবে যে তাঁরা সংখ্যাতে চিরকাল কম ছিলেন । আর বাকিটা সময় বলবে ।
বইয়ের নতুন গন্ধে জীবন ভরে উঠুক ।
শুভ অক্ষরযাপন ।

ইন্দ্রাণী ঘোষ 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।