সম্পাদকীয়

কেকের গন্ধ, কুয়াশার চাদর নিয়ে এসে গেল আরেকটা ক্রিসমাশ । আলোর মেলা পার্ক স্ট্রীটে, আলেন পার্কে গানের আর আলোর মেলবন্ধন ।পুরোনো স্যাক্সোফোনের আর গিটারের তরঙ্গের তালে অঞ্জন দত্তের স্যামসন, ডিলাইলা, মেরী এন মারীরা ঘুরে ফিরে আসে কেমন করে যেন । কালো গাউনের উপর মলিন সোনালী চুমকির কারুকাজ,
ছাই রঙা জ্যাকেট গায়ে, স্যামসন, ডিলাইলা এখনো গেয়ে চলে ‘বাই দ্য রিভার্স অফ ব্যাবিলন,”ইমাজিন, হে জুড, অনেক নতুন গানও ভেসে বেড়ায় পুরোনো সুরের সাথে । সাহেব পাড়ার পুরোনো বাড়ীর আনাচকানাচ থেকে ফিসফিস করে কথা বলে ইতিহাস । নতুন, পুরোন তরঙ্গ ভেদ করে ছুটে যায় সময়ের রথের চাকা ।
বড়দিনের শুভ কামনা সকলকে ।
ইন্দ্রাণী ঘোষ