সম্পাদকীয়

ডাক্তারি পরীক্ষায় দুর্নীতি । স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি । সমাজের মেরুদণ্ড শিক্ষা এবং চিকিৎসার এই দুইয়ের মেরুদন্ডকে ভেঙ্গে দেওয়া যে ভয়ঙ্কর এই কথা কি করে আমরা ভুলতে বসেছি টাকার অহঙ্কারে নিমজ্জিত হয়ে ? আমি ডাক্তারি পড়তে পারি নি বলে আমার ছেলে বা মেয়েকে ডাক্তারি পড়তেই হবে , এই ভয়ঙ্কর চাপের থেকে অভিভাবক বা ছাত্রছাত্রীদের কি নিষ্কৃতি নেই ? কোটায় একের পর এক আত্মহত্যা কি প্রমান করে না যে আমাদের এবার থেমে যাওয়া উচিত ?
তাজা তাজা প্রাণগুলো কি একবার মেঘ, বৃষ্টি রোদের দিকে তাকিয়ে দেখবে না? অনেকের কাছে এখন শুনি বাচ্চারা নাকি নিজে নিজে টার্গেট সেট করে নিচ্ছে । ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং না পেলে নাকি জীবন বৃথা । আরে বাবা জীবন যে মহাসমুদ্র , তাঁকে দেখার মধ্যে যে আনন্দ আছে তা ভুলে গেলে চলবে? এই যে সকালের রোদ পিছলে যায় নিমপাতা থেকে সবুজ ঘাসে । সূয্যিদেব পশ্চিমে ঢললে তাঁর গোলাপী আভা এসে ছুঁয়ে যায় কাঠঠোকরার ডানায় তখন যে ফুসিয়া রঙ তৈরি হয় , সে যে প্রকৃতির প্যালেটে রঙ মিলন্তির রসায়ন । একবার তাকিয়ে দেখা যায় না তাঁকে?
আলো আসুক । রঙ আসুক ।
শুভেচ্ছা নিরন্তর ।