সম্পাদকীয়

ভারতবর্ষ নামটা কেমন কেলাইডোস্কপিক । আর বৈশাখ মাস এলেই কেমন মঙ্গল শঙ্খ, ঢোলের নিনাদ আর আজানের সুর মিলেমিশে যায় । দক্ষিণের কর্ণাটকে `উগাদি’, কেরলে `ভিসু` । উত্তরে `বৈশাখী`, পূর্বে `নববর্ষ `, `অক্ষয় তৃতীয়া,’ পশ্চিমে’ গুড়ি পরওয়া ` । নতুনের উদযাপন আর তার সাথে ক্ষিদে মেটানোর আয়োজন । নতুন বছর আর ফসল কাটা । আর সঙ্গে আছে ভুরিভোজ । পোলাও কালিয়ার পর মিষ্টি তারপর কাবাব, তন্দুরি, তারপর আবার মিষ্টি । বৈশাখীর ঢোল, নববর্ষের মঙ্গল শঙ্খ, ‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময় ` — অমলিন সুরের সাথে প্রভাত ফেরী, সঙ্গে ভোরের আজান । বিকেলে অক্ষয় তৃতীয়ার মিষ্টির সাথে ইফতারের কাবাব, বিরিয়ানি ।
এই না হলে ভারতবর্ষ ।
মুছে যাক গ্লানি, নতুনের মঙ্গলময় সুচনা হোক ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।