সম্পাদকীয়

গল্প শোনা, গল্পে ঝুলি ভর্তি করা এক দারুন নেশা । এই নেশা যাকে পেয়ে বসেছে, তাঁর পক্ষে এর টান এড়িয়ে বাঁচা প্রায় অসম্ভব। আর গল্পে বাঁচতে হলে ঘুরে বেড়াতেই হয়। ভারতবর্ষের মত বৈচিত্রময় দেশে গল্পরা তো ছড়িয়ে থাকে । উত্তরে রাজপুতদের গল্প, মোগলদের গল্প। দক্ষিণে চোল, চালুক্য, রাষ্ট্রকুটদের গল্প । পূর্বে পাল, সেনদের গল্প আর পশ্চিমে মারাঠা বীর শিবাজি মহারাজের গল্প । এত গল্পের খোঁজ করতে গিয়ে যা উঠে আসে তাই হল এই বিচিত্র দেশের বিচিত্র গল্পে গাথা এক বর্ণময় ইতিহাসের মালা । এই গল্পগুলোর মধ্যে ঐতিহাসিক সত্যতা কতটা সেই বিচারে না গিয়ে গল্পের খাতিরে গল্পের খোঁজ করলেই বিশাল এক ভান্ডারের খোঁজ পাবে পাঠক । সেই খোঁজ চলুক আজীবন সব ভারত পথিকদের।
শুভেচ্ছা নিরন্তর ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।