সম্পাদকীয়

কিটস লিখেছিলেন ‘ওড টু অটাম’, ২৬ বছর বয়েসেই তাঁর এই পৃথিবীর ঠিকানা মুছে ফেলতে হয়েছিল। . তবু সেই ক্ষণজন্মা কবি দেখতে পেয়েছিলেন হেমন্তের সৌন্দর্য .I ধান কাটা সারা, কার্তিকের কুয়াশার ওড়না জড়ানো মাঠের কথা জীবনান্দ বলে গেছেন আর কিটস বলেছেন এক নারীর কথাl . হেমন্ত এক নারী.l মাথায় ধানের বোঝা নিয়ে কখনো সে নদী পেরিয়ে যায় একাকীনি, কখনো এলো চুলে, নেশায় মদীর পপি ফুলের গন্ধে l আখের রসের ভরে ওঠার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে সেই নারী l কি অসাধারন ছবি পরিপূর্ণতারl. সে হেমন্তের নারী.l হেমন্তের রূপ যে কুয়াশায়, বিষন্নতায় নয় তাঁর রূপ পরিপূর্ণতারও বটেl পরিণত সূর্যের মানস প্রতিমা হেমন্তিকার রূপের লাস্য তাই চোখ ধাঁধানো না হলেও মনমোহিনী তো নিশ্চিত l
ইন্দ্রাণী ঘোষ