সম্পাদকীয়

এ শহরে চৈত্র শুরুতে বৃষ্টি নামে যখন, একদম নতুন সাজে সাজে সে । কাদা প্যাচে প্যাচে বাজারের রাস্তা দিয়ে এই ভীষন আগুন বাজারে বাজার করে ফেরা লোকটা চায়ের দোকানে ঢুকে ধোঁয়া ওঠা এক ভাঁড় চা চেয়ে ফেলে । সকাল থেকে হেঁসেল ঠেলা গিন্নী বিরক্ত হয়ে ছাদে দৌড়ে যায় কাপড় কটা তুলতে। কোচিং করে ফেরা ছেলে মেয়েগুলো হঠাৎ করে কাদা জলে ঝপাং করে লাফ মারে । আর ওই যে চায়ের ভাঁড় হাতে গজগজ করা লোকটা, সে ভাবে মুজতাবা আলী সাহেব ইজিপ্টে গিয়ে বর্ষা না দেখে কেন যে কাতর হয়েছিলেন, যদি থলি হাতে ফি রোব্বার বাজার করতে হত বুঝতেন মজা । দেশে বিদেশে চুলের কাঁটার বাঁকে ঘুরে কাটিয়ে দিলেন একটা গোটা জীবন । মাসের হিসেব তো আর করতে হল না । নাকি করেছেন? তাঁর হিসেবটা আলাদা ছিল?
চৈতালী শুভেচ্ছা সকলকে । চৈত্র সেল জমে উঠুক অতিমারী পেরিয়ে ।