সম্পাদকীয়

আকাশখানা কোন শিল্পীর ক্যানভাস নাকি হাতে করে কাপড় বোনার যন্তর তাই ভাবি । কখনো দেখি হালকা কমলা বা হালকা গোলাপী রঙের সিফন সে তার আঙিনা জুড়ে ফেলে রেখেছে । কিছুক্ষণ পরেই তা ধুয়ে মুছে গেছে পেঁজা পেঁজা তুলো ছড়িয়ে গেছে । আবার কখনো দেখি গাঢ় নীল জমিনে রূপোলি জড়ি দিয়ে সারা গায়ে ভরাট নক্সা তোলা হয়েছে । এ ফোঁড় , ও ফোঁড় হয়ে গিয়ে সেই শিল্পীর আঙুল থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আকাশে ছিটে লেগেছে । রক্তপাত না থাকলে শিল্প সৃষ্টি হয় না । তারপরেই স্ফটিকের নীল রঙ ধরেছে ক্যানভাসে বা শাড়ীর জমিতে । খেয়ালে বেখেয়ালে রঙ নিয়ে খেলেন সেই শিল্পী । আর মাটির পৃথিবীর সেই শিল্পী, বাজার মন্দ হওয়াতে যাকে শুধু গামছা বুনতে হত, সে রাত জেগে সবার চোখের আড়ালে বেনারসি বুনত, না বুনলে যে তাঁর ঘুম আসত না দু চোখে । এমন তো কতজনই আছেন চোখের আড়ালে । বিরাট আকাশের ক্যানভাস না হলেও, এক ফালি আকাশে স্বপ্ন বোনা যেন বন্ধ না হয় মাটির পৃথিবীর শিল্পীদের, মা দুগগা সেই ব্যবস্থাটুকু তো করতেই পারেন ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।