সম্পাদকীয়

রথের রশিতে টান পড়ল । মহাপ্রভু চললেন মাসির বাড়ী । তাঁকে একটিবার দর্শন করতে মারকাটারী ভিড় । ধর্মের সঙ্গে প্রকৃতি অতপ্রোতভাবে জড়িয়ে, আর তাই বুঝি রথের মেলায় গাছের বিক্রী ছিল সবচেয়ে বেশি পাঁপড় আর তেলেভাজার সাথে । মানুষ গাছকে ভালো না বেসে, মেশিন দিয়ে ঘর ঠান্ডা করে ঠান্ডা ঘরে থাকতে শিখে নিজেকে প্রতাপশালী ভাবতে শিখে গেল তা বোধহয় বছর বিশেক হবে । যাই হোক মানুষ যেমন প্রযুক্তির উন্নতি করেছে, সময়ের প্রয়োজনে বদলেছে, তেমনি প্রকৃতিকে তুষ্ট রাখার দায়িত্ব তারই । আর তাই দেশে, বিদেশে এই নিয়ে গবেষনাও শুরু হয়েছে । প্রযুক্তি এবং প্রকৃতির মধ্যে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টাও শুরু হয়েছে । ইন্টারনেটে এই নিয়ে লেখালিখিও চলছে । কিছু মানুষ উদ্যোগ নিয়েছেন বীজ ছড়ানোর । এঁটেল মাটি আর জৈবিক সারকে একসাথে একসঙ্গে মিশিয়ে একটি মাটির খোল তৈরি করে তার মধ্যে গাছের বীজ ভরে, হাওয়াতে শুকিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন তাঁরা । রবীন্দ্র সরোবর এলাকা তাদের মধ্যে অন্যতম । নিজেদের বাড়ীর আশেপাশেও বীজ ছড়াচ্ছেন আর তাদের রক্ষনাবেক্ষন করছেন বর্ষা আসার প্রাক্কালে । এই বীজগুলির মধ্যে অন্যতম হল করঞ্জ, অমলতাস, কাঞ্চন, পরশ পিপুল ইত্যাদি ।
ইচ্ছে থাকলে, উপায় হয় । ঠান্ডা মেশিনে ঘর ঠান্ডা হলেও, পৃথিবীও ভরে উঠুক শ্যামলীমায় ।
রথযাত্রার শুভেচ্ছা সকলকে ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।