সম্পাদকীয়

নতুন জেনারেশনের ভাবনাচিন্তা দেখেশুনে বেশ অবাক যাই । এককালে সমান অধিকার নিয়ে মহিলাদের দাবী বেশ রক্ত টগবগ করে ফুটিয়ে দিত । এখন দেখি ছেলেমেয়েরা ‘ জেন্ডার ফ্লুইডিটি ‘নিয়ে কথা বলে ।
তা, একজন মা কাম দিদিমণির সাথে সেদিন কথা বলে, ব্যাপারটা বেশ পরিষ্কার হল, তার আগে অবধি মাথা বনবন, কান কটকট সবই করছিল । তা’ জেন্ডার ফ্লুইডিটি’ ব্যাপারটি কি? কিছুই না, একজন মানুষ কখনো ছেলেদের মত আচরণ করতে পারে, কখনো মেয়েদের মত । আসলে বায়োলজিকাল আইডেন্টিটি দিয়ে কোন মানুষকে বিচার করা যাবে না । বায়োলোজিকাল আইডেন্টিটি একটা কন্সট্রাক্ট । সেই কন্সট্রাক্ট প্রতি পলে পরিবর্তিত হতে পারে । যখন কেউ রাস্তায় হাটছে হয়তো খুব জোরে, মানে প্রায় স্প্রিন্ট করার মতন তখন সে নিজেকে পুরুষ ভাবতেই পারে, আবার সেই মানুষ যদি শাড়ির রঙ দেখে মোহিত হয়ে যায় তখন সে নারী ।
ব্যাপারটা যতই গোলমেলে ঠেকুক না কেন, শেষ অবধি মনুষ্যত্বের অগ্রাধিকার আছে । আর এর বেশি সত্যি কি কিছু চাওয়ার আছে? মনে তো হয় না ।
ইন্দ্রাণী ঘোষ