সম্পাদকীয় 

আজ কদিন ধরে কলম স্তব্ধ । অক্ষর যাপন রক্তাক্ত । নিজের ভালো লাগা বা না লাগা জানালেই মরে যেতে হবে । কয়েকটি বিশেষ দেশের দোষ হয় মেয়েদের স্বাধীনতা নেই বলে । আসলে ওই পুরুষ সিংহের অহংটি সব দেশেই রয়েছে । বুঝে চলতে পারলে রইলে না হলে শেষ ।

আলোর অপেক্ষায়,
সাম্যের অপেক্ষায় এসে গেল আরেকটা ১৫ আগস্ট ।

ইন্দ্রাণী ঘোষ 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।