সম্পাদকীয়

প্রেম দিবস আর সরস্বতী পুজো একদিনে এ বছর ।
মাধ্যমিক শেষ হল বারো তারিখ , চোদ্দ তারিখ জোড়া দিবস । উচ্চ মাধ্যমিক শুরু ষোল তারিখ । আর তাই দেখে উচ্চ মাধ্যমিকের নুতন যৌবনের দূতেরা তেড়েফুরে বললে ‘ ইললি রে বললেই হল । আমরা বলে ছিনিয়ার , পেরেমের রাইট আমাদের আগে । ‘ এই না বলে বয়েজ ইশকুল , গার্লস ইশকুল
নিজের নিজের এডমিট কার্ড নেবার দিন ‘পেরেম’ করতে নেমে পড়েছিল অর্থাৎ তাঁরা দুদিন ধরে পেরেম করেছে । এইসব দেখেশুনে গার্লস ইশকুলের বড়দি আর বয়েজ ইশকুলের হেড মাস্টার মশাই দুজনেই ভাবছেন গার্জিয়ান ডেকে এডমিট কার্ড দিলেই হত । ঠিক তখনি লেবু ফুলের গন্ধ আর চৈতালি বাতাস তাদের বললে ‘যাক গে যা হবার হয়ে গেছে ‘ । তাঁরাও চশমা তুলে কাজে মন দিলেন ।
শুভেচ্ছা নিরন্তর ।