সম্পাদকীয়

এমন দুঃখ মাখা পুজোর আকাশ কোভিডের পর এই বছর আবার এলো । একদিকে বন্যা , অন্যদিকে আর.জি করের ঘটনা । জানি না এর শেষ কোথায় ।
ইতিহাস বলে পুজোর মুখেই ঘুরে ঘুরে এসেছে বিপদ অতীতেও ঝড় , জল , খরা, মহামারী , অতিমারী নাজেহাল করেছে মনুষ্য জন্ম । তবু কি জানি কোন টানে মানুষ বাঁচতে চায় , উঠে দাঁড়াতে চায় ।
লালন কেন বলেছিলেন –
‘এমন মানব-জনম আর কি হবে।
মন যা করো ত্বরায় করো এই ভবে॥
অনন্তরূপ সৃষ্টি করলেন সাঁই,
শুনি মানবের উত্তর কিছুই নাই,
দেব-দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে মানবে॥
কতো ভাগ্যের ফলে না জানি
মন রে, পেয়েছো এই মানব-তরণী
বেয়ে যাও ত্বরায় তরী
সু-ধারায় যেন ভরা না ডোবে॥
এই মানুষে হবে মাধুর্য-ভজন
তাইতে মানুষ-রূপ গঠল নিরঞ্জন
এবার ঠকলে আর না দেখি কিনার
অধীন লালন তাই ভাবে॥’
সত্যি কি মানব জনম পুণ্যের ফল ? উত্তর মেলে না । শুধু লালনের কথা ঘুরপাক খেতে থাকে মন থেকে মগজে । আলো আসুক ।
ইন্দ্রাণী ঘোষ