সম্পাদকীয়

এমন তুমুল বসন্তের সময় কেমন আছে এ শহর ? উড়ালপুলের দুদিকে খুন খারাপি শিমূলের লাল রুদ্র পলাশের উজ্জ্বল কমলা , পলাশের ফিকে কমলা আর খামখেয়ালী বাতাস নিয়ে দিব্যি আছে সে । বিমান বন্দরের কাছে সকালের তাপমাত্রা জানান দেয় শীতের থেকে যাওয়ার রেশ আবার শহরের ভিতরে যেতে যেতে মনে হয় উষ্ণ আবেশে ভরে আছে এই শহর । আসলে সব গিয়ে যেটা পড়ে থেকেছে এ শহরে সেটা তো উষ্ণতাই । তাঁর টানেই তো গাওয়া ঘরে ফেরার গান ।
বাসন্তী শুভেচ্ছা সকলকে ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।