সম্পাদকীয়

বসন্তের একখানি ম্যাজিক আছে বটে। বাইরে তাকালেই রোদ জরির কাজ কুয়াশার জমিনে। বাগানবিলাসের সাদা থেকে গোলাপী হওয়ার বেলা। মরশুমি ফুলেরা যখন হলদে, ফিকে গোলাপী, মভ, লাইল্যাক, আগুন কমলা ইত্যাদি প্রভৃতি রঙ নিয়ে দেখনদারীতে মশগুল ঠিক তখনই কোকিলটা ডেকে ওঠে গোধুলির চুঁইয়ে পড়া আলোর পর্দার ওপারে। এ শহরের বুকে ঋতুরাজ আসেন বাহার রাগের সিড়ি বেয়ে। পরীক্ষার জাতাকলে ছেলেমেয়েগুলোর পেশাই হওয়ার সময়ও এটা। কোন মানে হয়। এক খ্যাঁচা মার্কা মাস্টারমশাই পরীক্ষার ডিউটি দিতে গিয়ে মনে মনে ভাবেন ‘হতচ্ছাড়া এই ঋতুরাজ যত নষ্টের গোড়া। এখন এই অলক্ষ্য রঙ লাগা অকারণের সুখ আটকাই কেমনে? আটকাতে পেরেছে কি কোন গার্ড কোনদিন? ধুত্তর।’
ইন্দ্রাণী ঘোষ।