সম্পাদকীয়

 

কতই রঙ্গ দেখি আকাশ পথে । এই বাসন্তী রোদ্দুর ঝলমল করছে , এই বিশাল রূপোর থালার মত চাঁদ চরাচর ভাসিয়েছে । এই দোলের ভাং রং খেলুড়েদের গলা দিয়ে নামানো র জন্য সুয্যি মামা তেড়েফুড়ে উঠলেন আবার সন্ধ্যে নামতেই বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় নাকাল হয়ে শহরবাসী বসন্ত উৎসবের সামিয়ানা গুটিয়ে ঘরে ঢুকে পড়ল ।
আকাশী রঙ্গমঞ্চের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা গানের সুর ভেসে আসে , ‘ কোন খেলা যে খেলব কখন, ভাবি বসে সেই কথাটাই, তোমার আপন খেলার সাথী কর ,তাহলে আর ভাবনা তো নাই ‘ । সেই বিরাট শিশুর খেলার সাথী হতে পারলেই সত্যি তো ভাবনার শেষ ।
শুভেচ্ছা নিরন্তর “।

ইন্দ্রাণী ঘোষ 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

1 Response

  1. Arpita Chatterjee says:

    খুব ভাল লাগছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।