সম্পাদকীয়

‘ হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক ‘ – শক্তি চট্টোপাধ্যায় ।

কালজয়ী লাইন । পাতা ঝরা বিকেলবেলার কথা । হারানোর কথা , হারিয়ে পাওয়ার কথা । শীতের দেশে এখন রঙের খেলা পাতায় , পাতায় । পাওয়া আর হারানো এই নিয়েই তো পরিপূর্ণতা ।
হেমন্তের চেয়ে এ কথা কেই বা বোঝাতে পারে ।
হৈমন্তী শুভেচ্ছা সকলকে ।

ইন্দ্রাণী ঘোষ 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।