সম্পাদকীয়

বর্ষা চলেছে । এবার তো তিনি আসবেন না ভেবেছিলাম । যাক, বর্ষার প্রেমীদের মান রাখতে তিনি এসেই পড়েছেন । বর্ষা মানেই ভেজা কাপড়, পথঘাটে জল , কাদা ইত্যাদি । আর বাঙালির ব্লুটুথ স্পিকারে আছেন রবীন্দ্রনাথ । তা এ হেন সময়ে সকালে একেবারে প্রবল কলহপ্রবনা গৃহিনীর ন্যায়ে তিনি আজ ঝরঝর , ঝমঝম করে নেমে পড়লেন । পথঘাট সাদা , দু একজন ভোরের পথিক আর বাজারের বিক্রেতারা চলাচল করছেন । আমি একটা চায়ের দোকানে মাথা বাঁচাতে ঢুকেছি ।
হঠাৎ এক ভদ্রমহিলা এলেন । অ্যাংলো-ইন্ডিয়ান । মাজা মাজা গায়ের রঙ , মোটা কালো ফ্রেমের চশমা চোখে । তুতে রঙের জামা পরনে । একটু অবাক হলাম আবার খুব চেনাও লাগছিল । এই দেশপ্রিয় পার্কের দিকে এদের তো খুব একটা দেখা যায় না । ভদ্রমহিলা হেসে শুধোলেন ‘ হাউ আর ইউ ? ‘ আমি উত্তর দিতে না দিতেই বৃষ্টির দাপটে চায়ের দোকানের পলিথিনের উপর থেকে জল গড়িয়ে পড়ল বেঞ্চির পাশে বিকট জোর আওয়াজ করে । মনটা সেই আওয়াজের দিকে চলে গেল , সেদিক থেকে চোখ ফেরাতে দেখি ভদ্রমহিলা আর নেই । তখন আর ভাবার সময় ছিল না । বাসে উঠে পড়লাম ।
এই এখন মনে হল উনি মিসেস গোমস । আমার পঁচিশ বছর আগের পার্ক সার্কাসের একটি স্কুলের সহকর্মী । উনি এ ধরাধামে আর নেই খবর পেয়েছিলাম । তবে ? আজ সকালে কার সাথে দেখা হল ?
আসলে শ্রাবন মাসে এসব হয়েই থাকে ।
ওই কালের পটে বৃষ্টি ধোয়া ছবি ফুটে ওঠা আর কি ।
শুভেচ্ছা নিরন্তর ।
ইন্দ্রাণী ঘোষ ।