সম্পাদকীয়

সম্পাদকীয়

সুদূর আমেরিকায় প্রায় দেড়শো বছর আগের ঘটনা, সরাইখানায় গান গাওয়ার বরাত পেয়েছেন এক মহিলা, তাঁর বড় ছেলেটি ফেরার, আরও কয়েকটি ছোট ছোট সন্তান অভুক্ত রয়েছে । ভদ্রমহিলার গলায় সেদিন অসহ্য যন্ত্রণা, স্বর বেরোচ্ছে না গলা দিয়ে । মদ্যপ সৈন্যরা টাকা দিয়ে গান শুনতে এসেছে, গান শোনাবে না মানে? গান শোনাতে না পারলে, তুমি এসো আমাদের মাঝখানে, হয় সুরের মদিরা চাই, না হলে তোমাকে চাই । কোনটাই না পেলে সুড়িখানায় রক্তগঙ্গা বইবে । এমতাবস্থায় মা কে বাঁচাতে মাইক টেনে গান গাইতে শুরু করে সেই মায়ের ছোট্ট ছেলেটি । সেই শুরু চার্লি চ্যাপ্লিনের পথ চলা ।
এমনি ঘটনার প্রায় পুনরাবৃত্তি হল সেদিন নজরুল মঞ্চে । চলে যেতে হল কৃষ্ণকুমার কুন্নাথ কে । পরে রইল নিজের হাতে লেখা গানের লিস্ট, পরিত্যক্ত মঞ্চে । শুধু কোন চার্লি এল না তাঁকে বাঁচাতে ।
তবে কোন চার্লির জন্ম হবে কিনা এ শহরে তা সময় বলবে । মুক্তোর জন্ম যে ঝিনুকের কান্না থেকে তা কে না জানে ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।