সম্পাদকীয়

একলা দুপুর বড় আদরের। তবে সে ব্রাত্য, যদি হয় গ্রীষ্মের। কেউ তাকে ভালবাসে না। দহন না থাকলে যে বৃষ্টির আবেদন মিথ্যে হয়ে যায় যে। বৃষ্টিকে বড় ভালবাসে দহন তাই নিজের খর তাপ দিয়ে তাঁকে আড়াল করে। আবার সময় মত ঠিক সরে যায়। এই না হলে ভালবাসা।
এ বছরের প্রথম কালবৈশাখীর শুভেচ্ছা সকলকে।
ইন্দ্রাণী ঘোষ