সম্পাদকীয়

আমের সময় দোরগোড়ায়। শহুরে দরজা বা জানালা খুললেও দেখা যায় ফলের রাজা দিব্য দুলছেন মনের সুখে ডালে ডালে তার রাজপাট বিছিয়ে। এই তো সেদিন ঝড়ের পরে আমাদের পাশের গলিতে টিউশন পড়তে আসা ছানাপোনারা ব্যাগ বোঝাই করে আম নিয়ে গেল। এরা কেউ দামী ইংরেজি মাধ্যমে পড়ে না, তাতে কি? প্রকৃতি তো ইংরেজি বা বাংলা মাধ্যমের মধ্যে ফারাক করবে না। অপু, দুগগারা এ ভাবেই থেকে যায়। তাদের একটু খুঁজতে হয়।
শুভেচ্ছা নিরন্তর।
ইন্দ্রাণী ঘোষ।