সম্পাদকীয়

শহরের মাথার উপর নীল বাটিটা ঝকঝকে করে কে যেন মেজে ঘষে রেখে দিয়েছে | আজ সকালে তাকিয়ে দেখি দুটো রক্ত লাল জবা নীল বাটিটার গায়ে কেউ এঁকে দিয়েছে | একটা বৌ কথা কও পাখী সমানে ডেকে চলেছে | একটু দুরে গিয়ে উড়ে বসল একটা কাঠ ঠোকরা, নীম গাছটার গায়ে | দু দিনের বারিধারায় মুখ লুকিয়ে রোদটাও কেমন আদুরে হয়ে গেছে | নরম সরম আদুরে মেয়ের মত |
শেষ বিকেলে গোলাপী, কমলা মেশানো একখানি পশমি শাড়ী পড়ে আপন মনে খেলে গেল পাতায় পাতায় | শরত এলো রঙের ভেলায় চেপে | যেমন আসে বারবার, কোন কিছুর পরোয়া না করেই ।
শুধু রক্তজবা দুটো বলল মেয়েটার চোখ থেকে রক্ত ঝরেছিল ।
ইন্দ্রাণী ঘোষ